শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহিত বিখ্যাত বাঙালি ইতিহাসবেত্তা, গবেষক ও শিক্ষাবিদ ক্ষিতিমোহন সেন শাস্ত্রী
শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সহিত বিখ্যাত বাঙালি ইতিহাসবেত্তা, গবেষক ও শিক্ষাবিদ ক্ষিতিমোহন সেন শাস্ত্রী ৷
ক্ষিতিমোহন সেন ছিলেন একজন বাঙালি গবেষক, ইতিহাসবেত্তা, শিক্ষাবিদ, সংগ্রাহক এবং শিক্ষক ৷ মধ্যযুগের সন্তদের বাণী, বাউল সঙ্গীত এবং সাধনতত্ত্ব নিয়ে গবেষণা ও সংগ্রহে তার কৃতিত্ব উল্লেখযোগ্য । প্রায় পঞ্চাশ বছরের চেষ্টার ফলে সংগৃহীত বিষয়গুলো কয়েকটি বইতে তিনি প্রকাশ করেন । এছাড়াও তিনি বেদ, উপনিষদ, তন্ত্র, স্মৃতিশাস্ত্র, সঙ্গীতশাস্ত্র এবং আয়ুর্বেদশাস্ত্রেও পারদর্শী ছিলেন ৷ তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেন ৷ পাণ্ডিত্যের স্বীকৃতিস্বরূপ তিনি ‘শাস্ত্রী’ উপাধি লাভ করেন ৷
তাঁর পৈত্রিক নিবাস ছিল তৎকালীন বিক্রমপুরের (বর্তমান মুন্সিগঞ্জ জেলা) সোনারং গ্রামে । তাঁর পিতার নাম ভুবনমোহন সেন, যিনি একজন ডাক্তার ছিলেন ৷
অর্থনীতিবিদ ও দার্শনিক অমর্ত্য সেন তাঁর দৌহিত্র ।তিনি ১৯৬০ খ্রিস্টাব্দের ১২ই মার্চ প্রয়াণবরণ করেন ৷ আজ তাঁর প্রয়াণবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ৷