১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত ঐতিহ্যবাহী 'কিন ব্রিজ'।
সিলেট শহরের "প্রবেশদ্বার" হিসেবে খ্যাত এই কিন ব্রিজ। সুরমা নদীর উপর স্থাপিত লোহার ব্রিজটি সিলেটের অন্যতম দর্শনীয় স্থান।
১৯৩৩-৩৬ সালে নির্মাণের পর আসামের তৎকালীন গভর্নর মাইকেল কিন এর নামে ব্রিজটির নামকরণ করা হয়।