সত্তরের দশকে জনহিতৈষী ও বাংলাদেশের যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর ৷


 সত্তরের দশকে জনহিতৈষী ও বাংলাদেশের যুক্তিবাদী দার্শনিক আরজ আলী মাতুব্বর ৷

আরজ আলী মাতুব্বর একজন বাংলাদেশি দার্শনিক, জনহিতৈষী, চিন্তাবিদ, যুক্তিবাদী এবং লেখক ছিলেন । তার প্রকৃত নাম ছিলো “আরজ আলী”। আঞ্চলিক ভূস্বামী হওয়ার সুবাধে তাকে “মাতুব্বর” নাম ধারণ করতে হলেও পারিবারিকভাবে তিনি ছিলেন দরিদ্র পরিবারের সন্তান ৷
আর্থিক সঙ্কটের কারণে, মাতুব্বর কোনো প্রাতিষ্ঠানিক কোর্স বা ডিগ্রী লাভ করতে পারেন নি । তিনি নিজ চেষ্টা ও সাধনায় বিজ্ঞান, ইতিহাস, ধর্ম ও দর্শনসহ বিভিন্ন বিষয়ের উপর জ্ঞান অর্জন করেন । ধর্ম, জগৎ ও জীবন সম্পর্কে নানামুখী জিজ্ঞাসা তার লেখায় উঠে এসেছে । তিনি তাঁর জীবনকালে বেশিরভাগ সময়ই লাইব্রেরিতে কাটিয়েছেন পড়াশোনা করে । জ্ঞান বিতরণের জন্য তিনি তার অর্জিত সম্পদ দিয়ে গড়ে তুলেছিলেন ‘আরজ মঞ্জিল পাবলিক লাইব্রেরি’ ।
আরজ আলী মূলত বস্তুবাদী দর্শনে বিশ্বাসী ছিলেন । তিনি অনেক অজ্ঞতা, কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে লেখালেখি করেন । আরজ আলীর রচনায় মুক্তচিন্তা ও যুক্তিবাদী দার্শনিক প্রজ্ঞার ছাপ রয়েছে । মানবকল্যাণ ও বিশ্বধর্ম আদর্শে উদ্বুদ্ধ হয়ে তিনি দরিদ্র ও মেধাবী ছাত্রদের জন্য বৃত্তি প্রদান, পাঠাগার স্থাপন ও রচনা প্রতিযোগিতার ব্যবস্থা করেন । এ ছাড়াও তিনি নিজ দেহ ও চক্ষু মানবতার সেবায় উৎসর্গ করেন ।
আরজ আলী মাতুব্বর ১৯৮৫ খ্রিস্টাব্দের ১৫ই মার্চ (১লা চৈত্র, ১৩৯২ বঙ্গাব্দ) ৮৫ বছর বয়সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়াণবরণ করেন । মেডিকেলের ছাত্রদের শিক্ষার উদ্দেশ্যে ব্যবহারের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ’র এনাটমি বিভাগে মরণোত্তর দেহদান করেন । আজ এই মনীষীর প্রয়াণবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ও স্যালুট ৷