"ওরাই আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়.."
এই গানটি কানে আসার সংগে সংগে যার মুখটি মনের চোখে ভেসে ওঠে, সেই মুখ সঙ্গীতশিল্পী, গীতিকার, সুরকার আবদুল লতিফ-এর। ভাষা সৈনিক, সংগীতের কালজয়ী প্রতিভা আবদুল লতিফ পেয়েছেন, একুশে পদক-১৯৭৯, স্বাধীনতা পদক-২০০২। আরো পেয়েছেন কুমিল্লা থিয়েটার পদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমী পদক, মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা, জাতীয় জাদুঘর পদক, নজরুল একাডেমী সম্মাননা, সম্মিলিত সাংস্কৃতিক জোট পদক, রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা পদক, বাংলা একাডেমী পদক, শেরেবাংলা পদক, ভাষাসৈনিক সম্মাননা। ২০০৫ সালের ২৬ ফেব্রুয়ারী প্রয়াত হন আবদুল লতিফ । শ্রদ্ধা এই মহান সুর স্রস্টার প্রতি।