প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী ও সুরকার শেখ লুৎফর রহমান’র দুর্লভ চিত্র ৷


প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী ও সুরকার শেখ লুৎফর রহমান’র দুর্লভ চিত্র ৷

শেখ লুৎফর রহমান বাংলাদেশের একজন প্রখ্যাত গণসঙ্গীতশিল্পী, গীতিকার ও সুরকার । একুশের প্রথম গানটির সুরকার তিনি । “জনতার সংগ্রাম চলবেই” শিরোনামে গাওয়া তাঁর গানটি এদেশের মুক্তি সংগ্রামের এক অনবদ্য সৃষ্টি । তাঁর এসব জাগরণের গানগুলো মুক্তিযুদ্ধে মানুষকে প্রেরণা যুগিয়ে উদ্বুদ্ধ করেছে সংগ্রামী হতে ৷
১৯২১ খ্রিস্টাব্দের এইদিনে এই বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাতক্ষীরা জেলার সুলতানপুরে জন্মগ্রহণ করেন ৷ আজ তাঁর জন্মশতবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ও স্যালুট ৷
ছবি: ইন্টারনেট ৷