একাত্তরের মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা ‘পপ গুরু’ কিংবদন্তি আজম খান ৷


 একাত্তরের মুক্তিযুদ্ধে গেরিলা যোদ্ধা ‘পপ গুরু’ কিংবদন্তি আজম খান ৷

কিংবদন্তি আজম খান একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, জনপ্রিয় সঙ্গীতশিল্পী, অভিনেতা, ক্রিকেটার ও বিজ্ঞাপনের মডেল । তিনি আজম খান নামে সর্বাধিক পরিচিত হলেও তাঁর আসল নাম মোহাম্মদ মাহবুবুল হক খান । তাঁকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয় । তাঁর গানের বিশেষত্ব ছিল পশ্চিমা ধাঁচের পপগানে দেশজ বিষয়ের সংযোজন ও পরিবেশনার স্বতন্ত্র রীতি ৷ সঙ্গীত জগতে তাঁর সহযোগী হিসেবে ছিলেন: ফেরদৌস ওয়াহিদ, ফিরোজ সাঁই, ফকির আলমগীর, পিলু মমতাজ, ইস্তিয়াক আহমেদ, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ প্রমুখরা ৷
বীর মুক্তিযোদ্ধা আজম খান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন মাত্র ২১ বছর বয়সে । একাত্তরে যুদ্ধ শুরু হলে, তিনি পায়ে হেঁটে আগরতলা যান এবং প্রাথমিক প্রশিক্ষণ নেন ভারতের মেলাঘরের শিবিরে । সেখানে তিনি শহিদ জননী জাহানারা ইমামের জ্যেষ্ঠ পুত্র শাফী ইমাম রুমীর কাছে এলএমজি, রাইফেল চালানোসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২ নং সেক্টরের সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের অধীনে যুদ্ধে যোগদান করেন ৷ মুক্তিযুদ্ধের সময় ঢাকায় সংঘটিত কয়েকটি গেরিলা অভিযানে তিনি অংশ নিয়ে সফলতার সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতায় উল্লেখযোগ্য অবদান রাখেন ৷
‘পপ গুরু’ কিংবদন্তি আজম খান ১৯৫০ খ্রিস্টাব্দের এইদিনে ঢাকার আজিমপুরে জন্মগ্রহণ করেন । আজ তাঁর জন্মবার্ষিকীতে জানাই অন্তর্লীন শ্রদ্ধার্ঘ্য ও স্যালুট ৷