খ্যাতনামা গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল লতিফ’র দুর্লভচিত্র ৷


 খ্যাতনামা গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী আব্দুল লতিফ’র দুর্লভচিত্র ৷

আব্দুল লতিফ একজন খ্যাতনামা বাংলাদেশি গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ৷ তিনি বায়ান্নোর ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত আবদুল গাফফার চৌধুরীর কবিতা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ এর প্রথম সুরকার (পরবর্তীকালে গানটিতে সুরারোপ করেছিলেন আলতাফ মাহমুদ) ৷ পরবর্তীকালে তিনি নিজেও ভাষা আন্দোলনের উপর অসংখ্য গান রচনা করেছেন, তন্মধ্যে ‘ওরা আমার মুখের কথা কাইড়া নিতে চায়’, ‘আমি দাম দিয়ে কিনেছি বাংলা’ ইত্যাদি সবিশেষ জনপ্রিয় ৷
তিনি তাঁর জীবনে অসংখ্য গানে সুরারোপ করেছেন এবং কণ্ঠ দিয়েছেন । আর এসব গান গেয়ে তিনি ভাষা আন্দোলনে অনুপ্রেরণা যোগাতেন । তিনি পুঁথি পাঠেও সুনাম অর্জন করেন । বেতারে তিনি নিয়মিত পুঁথি পাঠ করেতন । গীতিকার হিসেবে তিনি বেতার, টেলিভিশন এবং চলচ্চিত্রের জন্য প্রায় দুই সহস্রাধিক গান রচনা করেন ।
আজ এই বরেণ্য শিল্পীর প্রয়াণবার্ষিকীতে জানাই অশেষ শ্রদ্ধা ৷