তিনিই প্রথমবারের মতো পাকিস্তান পার্লামেন্টে দাঁড়িয়ে বাংলাকে রাষ্ট্র ভাষা করার দাবিতে গর্জে উঠে বলেছিলেন, "what should be the State Language of the State? The State Language of the Sate should be the Language which is used by the majority of the people of the State."
২১শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের প্রথম ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।।