মুজিবনগরের নামকরন


মুজিবনগরের উৎপত্তি ও নামকরণ
মুজিবনগর উপজেলা জনসংখ্যা ও আয়তনের দিক দিয়ে মেহেরপুর জেলার সবচেয়ে ছোট উপজেলা এবং মেহেরপুরজেলা বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা । মুজিবনগর উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা, পূর্বে চুয়াডাঙ্গা জেলা ,দক্ষিণ-পশ্চিমে ভারতের পশ্চিম বঙ্গরাজ্যের নদীয়া জেলার চাপড়া থানা অবস্থিত। মুজিবনগর উপজেলার কার্যক্রম শুরু হয় ২০০০ খ্রিস্টাব্দ ২৪ ফেব্রুয়ারি। মুজিবনগর এর পুর্ব নাম বৈদ্যনাথতলা। মুজিবনগর নামকরণে সুনির্দিষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

তবে জানা যায় যে ১৯৭১ সনে মুক্তিযুদ্ধের সময় প্রসিদ্ধ বৈদ্যনাথতলা আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের হেডকোয়াটার্স স্থাপিত হয় এবং ১৭এপ্রিল এ স্থলেই অস্থায়ী সরকারের মন্ত্রিপরিষদ শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অস্থায়ী সরকারের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। ফলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নামের সাথে মিল রেখে এ স্থানের নামকরণ করা হয় মুজিবনগর। পরবর্তীকালে এখানে আনুষঙ্গিক সুবিধাদিসহ ‘‘স্বাধীনতা স্মৃতিসৌধ’’ নির্মাণ করা হয় এবং বর্তমানে মুক্তিযুদ্ধের স্মারক ঐতিহাসিক স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মুক্তিযুদ্ধ ষ্মৃতিকেন্দ্রসহ ‘‘মুজিবনগর কমপ্লেক্স’’ নামে একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। ‘‘স্বাধীনতা স্মৃতিসৌধ’’ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের গৌরবময় ঐতিহ্যকে লালন করে চলেছে। মুক্তিযুদ্ধ ষ্মৃতিকেন্দ্র সহ মুজিবনগর কমপ্লে ক্স এর নির্মাণ কাজ সমাপ্ত হলে স্বাধীনতা যুদ্ধের সেক্টর ভিত্তিক গৌরবজ্জ্বল চিত্র ফুটে উঠবে।