মুজিবনগরের সাথে দেশের যোগাযোগ ব্যবস্থা


সড়ক পথে :-
  
সড়ক পথে মেহেরপুর জেলা সদর থেকে দেশের প্রায় সকল জেলায় যাতায়াতের সুব্যবস্থা আছে। মেহেরপুর শহর থেকে রাজধানী ঢাকার দুরত্ব ৩১২ কিলোমিটার। ঢাকা থেকে সড়ক পথে মেহেরপুর আসতে গাবতলী বাস টামিনাল থেকে বিভিন্ন সংস্থার পরিবহনে ৬ ঘন্টা ৩০ মিনিট থেকে ৭ ঘন্টা ৩০ মিনিটে মেহেরপুর পৌঁছা যায়। গাবতলী ছাড়াও কমলাপুর, বিআরটিসি বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-সিরাগঞ্জ রুটের গাড়িতে মেহেরপুরে আসা যেতে পারে। মেহেরপুর থেকে চুয়াডঙ্গা-ঝিনাইদহ-ফরিদপুর-মাগুরা-ঢাকা ও খুলনা-রাজশাহীসহ বিভিন্ন অঞ্চলে সড়ক পথে যাবার ব্যবস্থা আছে।
ঢাকা হইতে মেহেরপুর  
  • ঢাকা হতে পাটুরিয়া হয়ে সরাসরি মেহেরপুর জেলায় সড়ক পথে গমন করা যায়। এ ক্ষেত্রে ঢাকা গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাট। ফেরিপারাপার শেষে গোয়ালন্দ ফেরিঘাট হতে ফরিদপুর, মাগুড়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা অতিক্রম করে মেহেরপুর জেলায় পৌঁছানো যায়।

  • ঢাকা গাবতলী হতে নবীনগর হয়ে টাঙ্গাইল জেলা অতিক্রম করে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা কুষ্টিয়া হয়ে মেহেরপুর জেলায় পৌঁছানো যায়।

  • ঢাকা হতে আরিচা হয়ে সরাসরি মেহেরপুর জেলায় সড়ক পথে গমন করা যায়। এ ক্ষেত্রে ঢাকা গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাট। ফেরিপারাপার শেষে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া থেকে সরাসরি মেহেরপুর আসা যায়।

মেহেরপুর হইতে ঢাকা যোগাযোগের ক্ষেত্রে অনেকগুলো পরিবহন সেবা দিয়ে আসছে। মেহেরপুর হইতে ঢাকার দূরুত্ব ৩১২ কিঃমিঃ। আর এর ভাড়া হয়ে থাকে ২৫০-৩০০ টাকার মধ্যে। নিম্নে উল্লখযোগ্য পরিবহনের তালিকা দেওয়া হলোঃ
  • মেহেরপুর ডিলাক্স
  • এসএম পরিবহন
  • জেআর পরিবহন
  • চুয়াডাঙ্গা ডিলাক্স
  • এনপি ফাতেমা
  • শ্যামলী পরিবহন

মেহেরপুর হইতে চট্টগ্রাম

মেহেরপুর হইতে বন্দর নগরী চট্টগ্রামে যাতাতের ব্যবস্থাও রয়েছে। এক্ষেত্রে শ্যামলী পরিবহন ও কেয়া পরিবহন এর বাস চলাচল করে।

মেহেরপুর হইতে দক্ষিণ পশ্চিমাঞ্চল

মেহেরপুর হইতে দক্ষিণ পশ্চিমাঞ্চল এর বিভিন্ন জেলায় যাতায়াত ব্যবস্থা রয়েছে। যেমন- ঝিনাইদহ, যশোর, খুলনা, মাগুরা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল ইত্যাদি জেলায় ভালো পরিবহন ব্যবস্থা রয়েছে।


মেহেরপুর হইতে উত্তরবঙ্গ

মেহেরপুর হইতে উত্তরবঙ্গ এর কিছু জেলায় সরাসরি যাতায়াত ব্যবস্থা আছে। যেমন- নাটোর, রাজশাহী, নওগাঁ ইত্যাদি।

আন্তঃ মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা

মেহেরপুর থেকে কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা রুটে সবসময় নিয়মিতভাবে বাস চলাচল করে। মেহেরপুর হইতে কুষ্টিয়ার সড়ক পথে দুরুত্ব ৫৮ কিঃমিঃ । মেহেরপুর হইতে চুয়াডাঙ্গার সড়ক পথে দুরুত্ব ২৮ কিঃমিঃ।

রেলপথ :-

মেহেরপুর রেলপথ নাই। সড়ক পথে চুয়াডাঙ্গা যাওয়ার পর চুয়াডাঙ্গা থেকে রেলপথে ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, চাপাইনবাবগঞ্জ, সৈয়দপুর যাওয়া যায়।

নৌপথ :-
ঢাকা থেকে মেহেরপুর আসার জন্য নৌপথে কোন যোগাযোগ ব্যবস্থা নেই।

আকাশপথ :-
মেহেরপুরে আকাশপথে যোগাযোগ ব্যবস্থা নেই। তেব অভ্যন্তরীণ রুটে বিমানে ঢাকা থেকে যশোর; অতঃপর সড়ক পথে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা হয়ে মেহেরপুর আসা যায়।